নমস্কার বন্ধুরা ,আজ আপনাদের কাছে শেয়ার করবো পরিমাপক যন্ত্রসমূহের তালিকা পিডিএফ যেগুলি সমস্ত সরকারি ( রাজ্য ও সর্বভারতীয় ) চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে বা আসে। তাই আপনাদের সুবিধার্তে এই পরিমাপক যন্ত্রসমূহের তালিকা পিডিএফ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সারিবদ্ধ ভাবে দিলাম। এবং নীচে রয়েছে এই পি ডি এফ টির Download লিঙ্ক । তবে আর বেশি দেরি না করে যথশীঘ্রই পি ডি এফ টি সংগ্রহ করে রাখুন।
ভৌত রাশি | পরিমাপক যন্ত্র |
---|---|
ভর | সাধারণ তুলাযন্ত্র |
ভার ( ওজন ) | স্প্রিং তুলাযন্ত্র |
তারের ব্যাস | স্ক্রু – গেজ |
পাতের বেধ | স্লাইড ক্যালিপার্স |
সুক্ষ্ম দৈর্ঘ্য | ভার্নিয়ার স্কেল |
উচ্চতা | আল্টমিটার |
বাতাস বা ঝড়ের গতি | অ্যানিমোমিটার |
আপেক্ষিক গুরুত্ব | হাইড্রোমিটার |
আপেক্ষিক আর্দ্রতা | হাইগ্রোমিটার |
গৃহীত বা বর্জিত তাপ | ক্যালোরিমিটার |
উষ্ণতা | থার্মোমিটার |
ভূকম্পনের তীব্রতা | সিসমোগ্রাফ |
শব্দের প্রাবল্য | অডিয়োমিটার |
বিভবপ্রভেদ | ভোল্টমিটার |
রক্তচাপ | স্ফিগমোম্যানোমিটার |
উচ্চ উষ্ণতা | পাইরোমিটার |
বায়ুমণ্ডলীয় চাপ | ব্যারোমিটার |
কোশের তড়িচ্চালক বল | পোটেনসিওমিটার |
তেজস্ক্রিয় বিকিরণ | গিগার মুলার কাউন্টার |
সান্দ্রতা | ভিসকোমিটার |
ইলেকট্রনিক্সের ভিত্তি | ডায়োড |
পরিবর্তী প্রবাহকে সমপ্রবাহের রূপান্তর | রেক্টিফায়ার |
তড়িৎশক্তি সঞ্চয় | ক্যাপাসিটার |
তড়িৎপ্রবাহ নির্ণয় | অ্যামিটার |
আলোর বর্ণালি বিশ্লেষণ | স্পেকট্রোমিটার |
শব্দতরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় | সনোমিটার |
সঠিক সময় পরিমাপ | ক্রোনোমিটার |
দুধের বিশুদ্ধতা পরিমাপ | ল্যাকটোমিটার |
গ্যাসের চাপ | ম্যানোমিটার |
Related Questions
প্রশ্নঃ উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম হল আল্টমিটার
প্রশ্নঃ গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি ?
উত্তরঃ গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম হল ম্যানোমিটার।
প্রশ্নঃ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ উদ্ভিদের বৃদ্ধি নির্ণয় যন্ত্রের নাম ক্রেসকোগ্রাফ।
প্রশ্নঃ উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি ?
উত্তরঃ উষ্ণতা মাপার যন্ত্রের নাম হল গ্লাস থার্মোমিটার ।
প্রশ্নঃ বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম কি ?
উত্তরঃ বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম হল ভোল্টমিটার।
প্রশ্নঃ ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
উত্তরঃ ওডোমিটার যন্ত্রের সাহায্যে উড়োজাহাজের উচ্চতা পরিমাপ করা হয় ।
প্রশ্নঃ তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি ?
উত্তরঃ তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হল অ্যামিটার।
প্রশ্নঃ অক্ষাংশ মাপার যন্ত্রের নাম কি ?
উত্তরঃ অক্ষাংশ মাপার যন্ত্রের নাম হল সেক্সট্যান্ট।
প্রশ্নঃ কোন্ যন্ত্রের সাহায্যে মানুষের ফুসফুসীয় বায়ুর পরিমাণ নির্ণয় করা যায় ?
উত্তরঃ স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মানুষের ফুসফুসীয় বায়ুর পরিমাণ নির্ণয় করা যায়।
প্রশ্নঃ বৃষ্টি মাপার যন্ত্রের নাম কি ?
উত্তরঃ বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম ‘রেইন গেজ’। রেইন গেজের সাহায্যেই বৃষ্টির পরিমাণ নির্ণয় করা হয়। বৃষ্টি মাপার যন্ত্রটি ৫১ সেন্টিমিটার দীর্ঘ এবং ২১ সেন্টিমিটার ব্যাসের একটি কাচের বোতল বা জার।
প্রশ্নঃ যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে ?
উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে ‘রেইন গেজ’ বলে।
প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় ?
উত্তরঃ সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।
File Details :
Name : পরিমাপক যন্ত্রসমূহের তালিকা পিডিএফ
Language : Bengali
Size : 642KB
No of Page : 02
Download : Click Here For Download